সম্প্রতি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত ছিলেন ললিতা ডিসিলভা। তিনি সাইফ আলী খান ও কারিনা কাপুরের সন্তান তৈমুর ও জেহর ন্যানি হিসেবে পরিচিতি পেয়েছেন। তবে, তিনি নিজেকে ন্যানি নয়, পেডিয়াট্রিক নার্স হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।
ললিতা ডিসিলভা সম্প্রতি সাইফ আলী খানের পতৌদি প্রাসাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, “পতৌদি প্রাসাদ ২০০ থেকে ৩০০ বছর পুরোনো হতে পারে, আমি নিশ্চিত নই। সাইফ স্যার এখনো প্রাসাদটির সুন্দরভাবে দেখভাল করেন এবং চিরকাল এভাবেই দেখাশোনা করবেন। তিনি প্রাসাদে থাকতে ভালোবাসেন, কারণ সেখানে তাঁর অনেক স্মৃতি রয়েছে; তিনি সেখানে জন্মেছেন এবং বড় হয়েছেন।”
প্রসঙ্গত, পতৌদি প্রাসাদ, যা ইব্রাহিম কোঠি নামেও পরিচিত, ১৯৩৫ সালে হরিয়ানার গুরুগ্রামে নির্মিত হয়। বর্তমানে এর মালিক সাইফ আলী খান, যিনি মনসুর আলী খান পতৌদির উত্তরসূরি।