জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পথে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে এখনো মতৈক্য তৈরি হয়নি, সেগুলো নিয়েও অগ্রসর হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
রোববার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ জানান, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ইতোমধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু বিষয়ে ইতিবাচক সমঝোতায় পৌঁছানো গেছে। তবে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিছু বিষয়ে নীতিনির্ধারক পর্যায়ে পুনর্বিবেচনার সুপারিশ এসেছে, যেগুলো নিয়ে আবার আলোচনার সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। টেবিলে ওঠা অনেক বিষয়ই নতুন আলোচনার দাবি রাখে, এবং আমরা সেই প্রক্রিয়াকে অব্যাহত রেখেছি।’
কমিশনের সহ-সভাপতি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদের দিকে এগিয়ে যাওয়া। প্রাথমিক আলোচনা আগামী এক-দুই দিনের মধ্যে শেষ করতে পারলে পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করা হবে। যেসব বিষয়ে এখনো মতানৈক্য রয়েছে, সেগুলোকেও সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে আমাদের।’
তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের একার নয়। এটি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তির সম্মিলিত দায়িত্ব। ‘আমি আশা করি সবার আন্তরিক প্রচেষ্টায় এটি সফলভাবে বাস্তবায়িত হবে,’ বলেন ড. আলী রীয়াজ।