গত সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই চিত্রনায়িকা। এর পর বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি আওয়ামী লীগের একজন কর্মী। যেহেতু আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করতে চাচ্ছি। তার আগে আজ (মঙ্গলবার) ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করে দোয়া চেয়েছি।
এই নায়িকা আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।