কক্সবাজার জেলার রামু উপজেলা ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র কারখানার খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব।
র্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ আবু সালাম চৌধুরী জানান, বুধবার ভোর থেকে ঈদগড়ের তুলাতুলির গহীন পাহাড়ে অভিযানে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। রামুর ঈদগড়ে অস্ত্র মজুদের খবর পেয়ে র্যাব সকাল থেকেই অভিযান শুরু করে। অভিযানের শুরু থেকে সফলতা পাওয়া গেছে। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে।
তিনি আরও জানান, র্যাব এখনও পুরো পাহাড় ঘিরে রেখেছে। আরও অস্ত্র, অস্ত্রধারীদের খোঁজে অভিযান চলছে।