ডানকি এ বছর কিং খানের তৃতীয় মুক্তিপ্রাপ্ত ছবি। এর আগে তাঁর ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। তাই ‘ডানকি’-কে ঘিরে শাহরুখ-প্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে।
বলিউড বাদশা শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ বড়দিন উপলক্ষে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। এরপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। যদিও শাহরুখের ‘জওয়ান’র তুলনায় ‘ডানকি’র আয় তিন দিনের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে।
মুক্তির প্রথম দিন এ ছবির আয় এসেছিল ৩০ কোটি রুপির মতো। গত শুক্রবার মুক্তির দ্বিতীয় দিন আয়ের অঙ্ক কমে গিয়ে দাঁড়ায় ২০ কোটি ১২ লাখ রুপিতে। তৃতীয় দিনের আয়ের অঙ্ক ছিল ২৫ কোটি ৬১ লাখ। তবে মুক্তির চতুর্থ দিন বক্স অফিসে ‘ডানকি’ দারুণ সাড়া ফেলেছে। কিং খানের এই ছবির ঝুলিতে এদিন ঢুকেছে ৩১ কোটি ৫ লাখ রুপি। ভারতে ‘ডানকি’র মোট আয় ১০৭ কোটি রুপির মতো। বিশ্বজুড়ে এই আয়ের অঙ্ক ১৫৭ কোটি রুপি।