গত ৫ই আগস্ট সাবেক সরকারের পতনের পর থেকে প্রধান বিরোধী দল বিএনপি রাতারাতি বেশ সক্রিয় হয়ে ওঠে। তবে তখন থেকেই তাদের ওপর একের পর এক চাঁদাবজি এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসতে থাকে। যার প্রেক্ষাপটে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হলো।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এই কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়। তবে তাতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব মহানগর উত্তরের কমিটিই ভেঙে দিয়েছে।
যদিও সাইফুল আলম নীরব এসব অভিযোগ অস্বীকার করেন। বলেন তার প্রতিপক্ষরা আগে থেকেই তাকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে। কিন্তু তার চাঁদাবাজির কোনো প্রমাণ দেখাতে পারবে না কেউ।
এই ঘটনার আড়াই মাস আগে গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এখন সেই কমিটি ভেঙে দেওয়া হলো।
এছাড়াও দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেয় নগর বিএনপি। এরপর ১৪ আগস্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনা নগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।