শনিবার সন্ধ্যায় কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের উৎসব চলছিল। এদিন ছিল কোচি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানেই গাইতে এসেছিলেন গায়িকা নিকিতা গান্ধী। গান শুনতে প্রচুর শিক্ষার্থী হাজির হয়েছিলেন। তবে আনন্দের রাত নিমেষে বদলে যায় বিভীষিকায়। একসময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়িতে বেশ কয়েকজন পদদলিত হন। পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর আজ বিবৃতি দিয়েছেন নিকিতা। ‘রাবতা’ গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোচিতে যা হলো, তা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি বিধ্বস্ত ও শোকস্তব্ধ। আমার পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছানোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার দুঃখ বর্ণনা করার মতো ভাষা জানা নেই। মৃত শিক্ষার্থীদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।