বলিউড অভিনেত্রী ও মডেল হিনা খান স্তন ক্যানসারের তৃতীয় ধাপে থেকেও তার দৃঢ় মানসিক শক্তির পরিচয় দিয়েছেন। অসুস্থতা উপেক্ষা করে তিনি এক নতুন রূপে ক্যামেরার সামনে হাজির হন, লাল লেহেঙ্গায় কনে সেজে র্যাম্পে হেঁটে মন জয় করেছেন সবার।
এক প্রতিবেদনের মতে, সম্প্রতি আহমেদাবাদে অনুষ্ঠিত টাইমস ফ্যাশন উইক ২০২৪-এ হিনা খান কনের সাজে র্যাম্পে হেঁটে সকলের নজর কেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার র্যাম্প হাঁটার ভিডিও ভাইরাল হলে ভক্তরা তাকে কুর্নিশ জানান এবং তার অসীম মানসিক শক্তির প্রশংসা করেন।
ভিডিওতে দেখা যায়, লাল লেহেঙ্গায় বধূবেশে আলতা পরা হিনা আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে আগের মতোই হাঁটছেন, যা তার মনের জোরের প্রমাণ দেয়।
ইনস্টাগ্রামে আগে এক পোস্টে হিনা লেখেন, “কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত করব। আমার চুল পড়া শুরু হওয়ার আগেই আমি সেগুলো কেটে ফেলেছি। কারণ, কয়েক সপ্তাহ পর চুল পড়া এবং তার সঙ্গে আসা মনখারাপ সহ্য করতে পারতাম না। আমি বুঝেছি, আমার আসল অলংকার হলো আমার সাহস, শক্তি এবং নিজের প্রতি ভালোবাসা।”
হিনা খান ২০০৮ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’-এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তিনি বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, এবং ইন্ডিয়ান আইডলসহ বিভিন্ন রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন।