পপ তারকা টেলর সুইফট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে টেলর সুইফট তার সমর্থনের কথা জানান। পোস্টে তিনি লেখেন, “আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে সমর্থন করার জন্য ভোট দেব।”
টেলর সুইফট আরও উল্লেখ করেন, “আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, আমাদের প্রয়োজন এমন একজন যোদ্ধার, যিনি মার্কিন জনগণের পক্ষে দাঁড়াবেন। আমি মনে করি, তিনি একজন অবিচল ও প্রতিভাধর নেতা। আমরা যদি শান্তিপূর্ণভাবে পরিচালিত হই এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করি, তাহলে আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু অর্জন করতে পারব।”
এর আগে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এবিসি নিউজের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’-এ ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে অংশ নেন। এই বিতর্কের পরেই টেলর সুইফট কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।