কলকাতার আর জি কর মেডিকেলের ডা. মৌমিতা দেবনাথকে বর্বরোচিত কায়দায় গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক সাদিয়া মীম বলেন, আমি নারী, আমি আমার নিরাপত্তা চাই। তবে দুঃখের বিষয় আমরা যার কাছেই নিরাপত্তা চাচ্ছি, তার কাছেই অনিরাপদ। আজকে আমি সেই পুরুষদের হুঁশিয়ার করতে চাই যারা নিজের মধ্যে পশুত্ব লালন করে। আমরা শাসকের উদ্দেশ্যে বলতে চাই, আপনার নারীদের সঠিক নিরাপত্তা দিন।আপনারা আমাদেরকে আইন নিজ হাতে তুলে নিতে বাধ্য করবেন না।
সহ-সমন্বয়ক নাহিদ হোসেন বলেন, গত কয়েকদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে যে বীভৎস চিত্রগুলো পড়েছি তা প্রকাশের আসলে কোন ভাষা নাই। একটা মেয়েকে কতটা নির্যাতন করলে তার পেলভিক গার্ডেল ভেঙ্গে যায়। ভারতের দুইদিন পর পরই দেখি শিশু ও নারীদেরকে সাত-আট জন মিলে ধর্ষণ করে। এর দৃষ্টান্তমূলক বিচার ভারত সরকার করে না। যদি করতো তাহলে এ ধরনের ঘটনা বারবার ঘটতো না। ভারতের জনসাধারণকে আমরা সর্মথন করি। মৌমিতার বিচারের দাবিতে তাদের সাথে আমরা রাজপথে থাকবো। শুধু বাংলাদেশ বা ভারত নয় আমরা সারাবিশ্বের নারীদের নিরাপত্তা চাই।
ইবি সমন্বয় এস এম সুইট বলেন, মৌমিতা দেবনাথ আমাদের বাইরের কেউনা। মানুষের কোন দেশ ধর্ম থাকতে পারে না। আজকে যেই নারী ধর্ষণ হচ্ছে সে আমাদের বোন। আমাদের সেই বোনদের ধারাবাহিকভাবে ধর্ষণ হচ্ছে। কিন্তু তাদের যথাযথ শাস্তি হচ্ছে না। আমরা ভারত সরকারের কাছে এই জঘণ্য হত্যাকান্ডের বিচারের দাবি জানাচ্ছি।
তামিম/এমএ//