রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জানুয়ারি) বিকেলে মঞ্চে উপস্থিত হন তিনি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্কমকর্তা সাবিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ জনসভার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে সমাবেশ উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কলাবাগান মাঠে জড়ো হতে থাকেন। এসময় বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন।