চলতি বছরের প্রথম ছবি হিসেবে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এ বছর ২৭ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
চলতি আগস্টেই ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। এর আগে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। ভারতের প্রেক্ষাগৃহ থেকে ৪০ দিনে ‘কল্কি’ আয় করেছে ৭৬০ কোটি রুপি।
ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ২৭ জুন মুক্তির পর ‘কল্কি ২৮৯৮ এডি’ ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে। এর মধ্যে তেলেগু সংস্করণ থেকে আয় আসে ৬৪ কোটি ৫০ লাখ রুপি, আর হিন্দি সংস্করণে ছবিটি আয় করে ২৪ কোটি রুপি।
এমএ//