ক্যাটরিনা কাইফের নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’-এ শুটিংয়ের সময় একবার কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার মতে, এ ছবি তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কারণ ছবিতে হিন্দির সঙ্গে তামিল সংলাপও ছিল। আর পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন।
এ বিষয়ে ক্যাটরিনা বলেন, আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যার আমাকে এ ব্যাপারে ছাড় দেবেন। কিন্তু না তা আর হলো না।
ছবির শুটিং করার একপর্যায়ে শ্রীরাম ক্যাটরিনাকে বলেন, কাল থেকে তামিল শুরু। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। তার (শ্রীরাম) কাছে অনুরোধ করেছিলাম, যাতে আমাকে তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।