বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচার পতন ও শহীদদের স্মরণে রাজধানী সরকারি তিতুমীর কলেজে আয়োজন করা হয়েছে কাওয়ালীর আসর। আয়োজনে তিতুমীর কলেজ ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’।
অনুষ্ঠানে অংশ নিয়েছে জনপ্রিয় জাগ্রত সংগীত ব্যান্ড ‘কলরব’ ও ‘সিলসিলা’ ব্যান্ডসহ কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল থেকে শুরু হয় এ অনুষ্ঠান। কাওয়ালি, হামদ, নাথ, বিদ্রোহী গান, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, একক কবিতার মাধ্যমে মেতে ওঠে সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ‘শিপ্রা রাণী মণ্ডল’। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এমন সুন্দর সাংস্কৃতিক আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
তিতুমীর কলেজের শিক্ষার্থী তানিয়া বলেন, ‘মেয়েদের জন্য আলাদা পাটিশন করে নিরাপত্তার সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আমরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং এমন আরও আয়োজন চাই।’
অনুষ্ঠানটি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি মহাখালীর আশেপাশে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ উপভোগ করেন।
এছাড়াও ক্যাম্পাসের ভিতরে ছোট ছোট দোকানে স্টল দেখা গিয়েছে। একজন দোকানদার বলেন, ’এই ধরনের অনুষ্ঠানে আমাদের ভালো বেচা কিনা হয়। ভালো বেচতে পারলে আমাদের মুখে হাসি থাকে। তাছাড়া এখন আর কোনো চান্দা দিয়ে হচ্ছে না।’
আয়োজক কমিটির সদস্যরা বলেন, “শিক্ষার্থীদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো আমাদের মূল উদ্দেশ্য ছিল। কাওয়ালী গান এবং অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকলার প্রতি আগ্রহ বাড়াতে আমরা এমন আয়োজন করছি এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এরকম অনুষ্ঠান করার আমাদের পরিকল্পনা রয়েছে।”