ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি শুধু সিনেমায় কাজ করেই সীমাবদ্ধ থাকেন না; তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তিনি প্রায়ই তার ভক্তদের সঙ্গে নিজের ছবি, ভিডিও বা অনুভূতি শেয়ার করে থাকেন।
এবারও ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে সফলতা আসবেই। তবে অলসদের সঙ্গে ভালো কিছু শুরু করা উচিত নয়।”
তিনি আরও যোগ করেন, “পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং স্বপ্নবাজ মানুষ ছাড়া পৃথিবীতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমরা ‘আমি-আমি, আমার-আমার’ ছেড়ে ‘আমাদের’ বলতে শিখব, সেদিনই সব ভালো কিছুর শুরু হবে।”
শেষে পরীমণি অনুরোধ করেন, “এই ছবিটা যেন আমাদের হয়, প্লিজ!” তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা রকম মন্তব্য করেছেন।
এমএ//