সম্প্রতি নাফিসা কামালের সঙ্গে সাকিব আল হাসানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে গুঞ্জন শুরু হয় যে, সাকিব ও উম্মে আহমেদ শিশিরের বিবাহবিচ্ছেদ ঘটেছে। সাকিবের ‘হোটেল জীবন’ নিয়ে একটি তরুণীর ভিডিও এবং তার পরপরই শিশিরের বেশকিছু ফেসবুক পোস্ট হঠাৎ উধাও হয়ে যাওয়ার কারণে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
তবে এই গুজবের পরপরই সাকিবের স্ত্রী শিশির ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে জানান, সাকিব একজন অসাধারণ স্বামী।
এদিকে, চিত্রনায়িকা বর্ষার একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে বর্ষা লিখেছেন, “ভাত যখন রান্না করা হয়, কেউ চায়না ভাত পুড়ে যাক। পোড়া ভাত শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায় না।”
বর্ষা এই পোস্টে কাকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট না হলেও, মন্তব্যের ঘরে অনেকেই ‘সাকিব-শিশির’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “নিজের অতীত ঘাটুন, কত পোড়া ভাত খেয়েছেন আপনিও।”
এমএ//