স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। কর্মস্থলে ফেরায় তাদের ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষার্থীরা। এইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন তারা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি এমনকি ট্রাফিক পুলিশ বক্স।এসব ভয় এবং আতঙ্কে কর্মস্থল ছেড়ে যায় পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্য। এতে আইনশৃঙ্খলার পাশাপাশি ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা।
কয়েক দিন ধরে সীমিত পরিসরে কাজ শুরু করলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সোমবার (১২ আগস্ট) থেকে কাজে যোগ দিয়েছেন থানার সদস্যরা। বিভিন্ন থানায় দিনের শুরুতেই করা হয় রোল কল। এ সময় জনগণের পাশে থেকে পুলিশ সদস্যরা সেবা দেবে বলে সদস্যদের আশ্বস্ত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।