সুনামগঞ্জের দুই উপজেলার ৯ কিলোমিটার দূরত্বের নিয়ামতপুর-তাহিরপুর সড়কটি সংস্কারে সাড়ে ৩৬ কোটি টাকার একটি প্রকল্প নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। যৌথভাবে কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সালেহ অ্যান্ড ব্রাদার্স’ ও ‘কামরুল অ্যান্ড ব্রাদার্স’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৭ জুন কাজ শুরু করে আগামী বছরের ৬ মার্চ শেষ করার কথা। কিন্তু কাজ শুরুর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭ কোটি ৭৮ লাখ টাকা বিল দেওয়ার প্রস্তাব করে সওজ। গত জুন মাসে ১ কোটি ৯০ লাখ টাকা পরিশোধও করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বন্যায় সড়কটির বেহাল। বিভিন্ন স্থানে খানাখন্দ। কোথাও কোথাও সড়কের পাশের মাটি ধসে গেছে। স্থানীয় লোকজন জানান, সড়কের সংস্কারকাজের অংশ হিসেবে মাসখানেক আগে মাটি ফেলা হয়েছিল। এরপর আর কাজ হয়নি। সড়কের শাহপুর, বসন্তপুর এলাকা ঘুরে কাউকে কাজ করতে দেখা যায়নি।
সওজের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক কাজ শুরুর আগে ঠিকাদারকে বিল দেওয়ার বিষয়ে বলেন, ‘যেকোনো কাজের ক্ষেত্রে বিলের চাহিদা দেওয়া যায়। কাজ তো হবেই। নিয়মানুযায়ী কিছু বিল দেওয়া হয়েছে। সেটা কাজের বরাদ্দের তুলনায় সামান্যই।’