৪৩তম বিসিএস নন-ক্যাডার পদ বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কাপনের কাপড় পরে দ্বিতীয় দিনের মতো সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা।
রোববার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।
আন্দোলনকারীদের দাবি, ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ফল প্রকাশের পর দ্রুত সময়ে আরেক ব্যাচের (৪৩তম) ফল প্রকাশ করতে গিয়ে পিএসসি তাদের বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ করা হোক ও পদ বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হোক।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) একই দাবিতে চাকরিপ্রার্থীরা পিএসসির সামনের দুই ফটকে অবস্থান নিলে বিবেলে অফিস শেষে কর্মকর্তারা ‘গোপন’ পথে কার্যালয় ত্যাগ করেন।