দক্ষিণ ইতালীয় অঞ্চল পুগলিয়ার ‘গার্গানো মাফিয়া’ দলের বস ছিলেন মার্কো রাদুয়ানো। তিনি ২৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন মাদক চোরাচালানের অপরাধে।
তিনি গত বছর কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা ভেদ করে বিছানার চাদর গায়ে প্রাচীর টপকে পালিয়ে যান। সম্প্রতি ফ্রান্সে ধরা পড়েন তিনি।
ফ্রান্সের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় নারীসঙ্গীর সাথে খাবার খাওয়া অবস্থায় এন্টি-মাফিয়া ইউনিটের হাতে ধরা পড়েন রাদুয়ানো।
রাদুয়ানো নাম ছিল ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলের শীর্ষ ১০ পলাতক আসামীর তালিকায়। কারাগারের জানালা দিয়ে মাত্র ১৬ সেকেন্ডের মধ্যে পালিয়েছেন রাদুয়ানো। সবার সামনে দিয়ে স্বাভাবিকভাবে হেঁটেই বেরিয়ে যান তিনি।
২০১৭ সালে ইতালির একটি বারে আরেক ডাকাত ওমর ট্রটকে হত্যার প্ররোচনার অভিযোগে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয় রাদুয়ানোকে।