সংস্কার কাজ সমাপ্ত না হওয়ায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পুনরায় চালু হবে আগামী মাসে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শক দল সেতুর সংস্কারকাজ পরিদর্শন করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর সংস্কারকাজ শেষ করতে এক মাস সময় চায়।
ব্রিটিশ আমলে ১৯৩১ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত হয় কালুরঘাট রেলসেতু। পরে ১৯৬২ সালে সেতুটিতে শুরু হয় যান চলাচল। ৯৩ বছরের পুরোনো এই সেতুটিতে ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচলের উপযোগী করতে বৃহৎ পরিসরে সংস্কারকাজ শুরু করে গত বছরের ১ আগস্ট।
কাজটি করতে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে ৪৩ কোটি টাকার চুক্তি করে রেলওয়ে। যা এ বছরের মার্চে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও বিরূপ আবহাওয়ার কারণে পুরোপুরি শেষ হয়নি।
রেলওয়ের এক প্রকৌশলী নাম না প্রকাশের শর্তে বলেন:
“পরামর্শক দল সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেছেন। এ সময় সংস্কারকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। কী কী কাজ বাকি রয়েছে এবং যান চলাচল নির্বিঘ্ন করতে কী করতে হবে, তা নিয়ে আলোচনা করেন। প্রাথমিকভাবে কিছু নির্দেশনা দিয়েছেন। আগামী সপ্তাহে আরও বিস্তারিত নির্দেশনা দেবেন।”
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প পরিচালক মো. মেহেদী হাসান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন চলাচলের জন্য সেতুর প্রাথমিক সংস্কারকাজ শেষ করেছিলেন। তবে নানা প্রতিকূলতার কারণে যানবাহন চলাচলের জন্য সেতু সংস্কারকাজ শেষ করা যায়নি। এখন অবশ্য শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে সেতুর ৯৮ শতাংশ কাজই শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচলের উপযুক্ত করে খুলে দেওয়া হবে।
আরএস