কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বিদ্যা সিনহা মিম। মাঝে মাঝেই বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে নেটদুনিয়ায় ঝড় তোলেন। এবার তিনি কালো শাড়িতে কাশফুলের মায়ায় মুগ্ধ হয়েছেন, যা দেখে ভক্তরা প্রেমে পড়েছেন।
শরতের আগমনে সবাই কাশবনে ছবি তুলতে ছুটছেন, এবং এই তালিকায় তারকারাও রয়েছেন। আকর্ষণীয় লুকে হাজির হয়ে মিমও ভক্তদের নজর কেড়েছেন।
২২ সেপ্টেম্বর বিকেলে কাশফুলের বনে গিয়ে ২০টির বেশি ছবি তোলেন মিম। পরে সেগুলো নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, “শরতের শেষ থেকে বসন্তের পুরোটা ভাবতে থাকলে, যদি মন দিয়ে ডাকো, আমাকে পেয়ে যাবে।”
ছবিগুলো দেখে নেটিজেনরা মিমের প্রশংসায় মেতে উঠেছেন। অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে ১৫ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, “অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে।” অনেকেই ফটোগ্রাফির প্রশংসাও করেছেন।