এক কেজি গাঁজাসহ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, সোমবার সাতটার দিকে কারারক্ষী সোহেল রানা ডিউটিতে যাওয়ার সময় গেটে কর্তব্যরত অপর কারারক্ষী তার দেহ তল্লাশি করেন। এ সময় তার মোজার ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কারারক্ষী সোহেল রানা জানান, তিনি ভেতরে বন্দিদের দেওয়ার জন্য গাঁজা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিলেন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ তার ব্যারাকে ট্রাংকের ভেতর থেকে আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে বিষয়টি কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ রাত দশটা সময় গাঁজাসহ সোহেল রানাকে থানায় নিয়ে যায়।
কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।