গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে হাজতি বিএনপির সহ সভাপতি গোলাপ রহমানের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর)হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন ওই কারাগারের সিনিয়র সুপার সুব্রত কুমার বালা।
নিহত হাজতি গোলাপ রহমান (৬৩) চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন। তিনি ঢাকার পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ছিল ৭৭৪/২৩।
জ্যেষ্ঠ কারাধ্যক্ষ জানান, গোলাপ রহমান হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার থেকে তিনি কারা হাসপাতালে ওই রোগের চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে পরে তাকে অ্যাম্বুলেন্সে করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে গোলাপ রহমানের লাশ রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই জ্যেষ্ঠ কারাধ্যক্ষ।
গোলাপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
এক শোকবার্তায় তারা জানিয়েছেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির যে সমাবেশ ছিল, সেখানে যোগ দিতে গোলাপ ঢাকায় আসেন। সমাবেশের আগের দিন সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে থেকে গোলাপসহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে। ঢাকার পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্যের আইনের একটি মামলায় গ্রেফতার গোলাপ রহমানকে ২ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তারা কাশিমপুর কারাগারে ছিলেন।
নিহত গোলাপ রহমান (৬৩) চট্টগ্রামের চাঁদগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে।