ভারতের জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অর্থাৎ, আর তা কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে পড়বে না। রাজ্যের মর্যাদা দিয়ে জম্মু ও কাশ্মীরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচন কমিশনকে সেই নির্দেশ দেয়া হয়েছে। সোমবার এ রায় দেয় সুপ্রিম কোর্ট।
২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার। সেই মামলার রায়ে সোমবার সুপ্রিম কোর্টের বক্তব্য, অনুচ্ছেদ ৩৭০-এ জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ অধিকার দেয়া হয়েছিল, তা সাময়িক। কাশ্মীরের গণপরিষদ বাতিল হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রপতির ওই অনুচ্ছেদ বাতিল করার অধিকার ছিল। ফলে যা হয়েছে, তা অসাংবিধানিক নয়। জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে। তবে লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলই থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
তবে বাতিল হচ্ছে ৩৭০ ধারা। কাশ্মির ৩৭০ ধারায় যে গুরুত্ব বিষয়গুলো ছিলো তার মধ্যে অন্যতম কিছু পয়েন্ট ছিল এরুপ;
• রাজ্যকে ভারতের সংবিধান সম্পূর্ণভাবে মেনে চলার প্রয়োজন ছিল না। …
• রাজ্যের উপর সংসদের ক্ষমতা কেবল প্রতিরক্ষা, বিদেশ ও যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল।
• রাজ্য সরকারের অনুমতি ছাড়া রাজ্যের উপর কেন্দ্রীয় সরকারের অন্যান্য সাংবিধানিক ক্ষমতা চাপানো সম্ভব ছিল না।