বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া সুস্মিতা সম্প্রতি কাস্টিং কাউচ সম্পর্কে মুখ খুলেছেন। কয়েক বছর আগে তিনি রুপালি পর্দায় পা রাখেন, এবং তার অভিনীত ওয়েব সিরিজ ‘ব্যাড কপ’ ২১ জুন ডিজনি+ হটস্টারে মুক্তি পায়, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
অভিনয় ক্যারিয়ারে খুব বেশিদিন না হলেও, ঐশ্বরিয়া কাস্টিং কাউচের শিকার হয়েছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।
ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, “যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি, তখন নানা মানুষ নানা গল্প শোনাত। তখন আমি মডেলিং করতাম, অভিনয়ে নাম লেখাইনি। তারা বলত, ‘তুমি যদি তাদের সঙ্গে না ঘুমাও, তাহলে কাজ পাওয়ার কোনো সুযোগ নেই এবং এটাই একমাত্র উপায়।’”
তিনি আরও বলেন, “একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা আমাকে বলেছিলেন, ‘তুমি দেখতে সুন্দর, তবে তোমাকে লোকজনের সঙ্গে দেখা করতে হবে।’ তখন আমার বয়স ২০, এসব কথা শুনে আমি ভীত হতাম। কিন্তু আমি সাহসের সঙ্গে এগিয়ে গেছি এবং এসব অতিক্রম করেছি।”