গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়াপন্থীদের ওপর ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকায় যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটি আয়োজিত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলে এ হামলা করা হয়। এ সময় গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ও যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আতাউল্লাহকে কুপিয়ে নুরের ক্যাডার ও যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নাদিম হাসান আহত করেছেন।
রেজা কিবরিয়ার অংশের নেতা ফারুক হাসান অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকায় তাঁদের মিছিলে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা হামলা চালান। এতে তাঁদের অন্তত ১০ জন নেতা–কর্মী আহত হয়েছেন।
ফারুক হাসান আরও বলেন, এই নুর আগে ছাত্রলীগের ক্যাডার ছিল, তার স্বভাব এখনো পরিবর্তন হয়নি। সে এখন শেখ হাসিনার পালিত পুত্র ও ঘোষিত মোসাদ এজেন্ট, আমরা এই হামলার আইনগত ও রাজনৈতিক মোকাবিলা করব।
আহত গণঅধিকার পরিষদের যুগ সদস্য সচিব তারেক রহমান বলেন, নুর ও রাশেদের নেতৃত্বে এই হামলায় অংশ নেন যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম, সহসভাপতি প্লাবন আহমেদ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্তত ২৫ জন।
এদিকে নুরুল হক দাবি করেন, হামলার অভিযোগ সত্য নয়। তিনি বলেন, সরকার নানা ধরনের খেলা খেলছে। আমার মানসম্মান ক্ষুণ্ন করতে কিছুদিন পরপর এসব অভিযোগ তোলা হয়। তাদের সঙ্গে কী হয়েছে, আমি জানিও না। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।’