কিশোরগঞ্জে ঢাকার কাশিমপুর কারাগার থেকে পলাতক হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন:
“র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন তথ্য পেয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। পরে সেখান হতে শাহ আলমকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সদর থানার কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।”