সালমান খান যেকোনো ছবির বক্স অফিস পারফরম্যান্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেন। অধিকাংশ পরিচালক বড় তারকাদের নিয়ে ছবি করতে উৎসাহী থাকেন। তবে, সালমান খানকে নিয়ে ছবি বানানোর সময় কিছু বিশেষ সমস্যার মুখোমুখি হতে হয়। সম্প্রতি, এ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন পরিচালক নিখিল আদভানি।
নিখিল আদভানি, যিনি সালমান খানের সঙ্গে ‘সালাম-এ-ইশ্ক’ ছবিটি পরিচালনা করেছেন, একটি সাক্ষাৎকারে বলেছেন, “যদি ছবির ব্যবসা ভালো না হয়, সালমান খেয়ে যান। তাই তার সঙ্গে ছবি করতে হলে পরিচালককে বাড়তি প্রত্যাশা পূরণ করতে হয়।”
তিনি আরও বলেন, “সালমান মানে বড় বাজেটের ছবি। ছবির ব্যবসা যদি ৩০০ কোটির কম হয়, তাহলে তিনি হতাশ হন। আমি এই চাপ নিতে চাই না। আমি নিজের মতো ছবি করতে চাই।”
যদিও সালমানের সঙ্গে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন নিখিল, তবে সালমানের গুরুত্ব তার জীবনে অস্বীকার করেননি।
এমএ//