কুড়িগ্রামে চরে গরু চরানোর সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক কৃষক। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই কৃষক হলেন আয়নুল হক (৬০) ও আসাদ (৫০)। আয়নুল কদমতলা গ্রামের সাহাদত আলীর পুত্র এবং আসাদ একই গ্রামের বসমনের পুত্র। আহত অপর কৃষক হলেন ৫০ বছর বয়সী আবদুল করিম।
পাঁচগাছী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মকবুল হোসেন স্থানীয়দের বরাতে বলেন, গরু নিয়ে কদমতলা চরের মাঠে গিয়ে আয়নুল ও আসাদ বসে গল্প করছিলেন। সে সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে। বেলা সাড়ে তিনটার দিকে আকস্মিক বজ্রপাতে আয়নুল ও আসাদ গুরুতর আহত হন। তাঁদের থেকে সামান্য দূরে থাকা আবদুল করিমও চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর আহত আয়নুল ও আসাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।
আরএস