কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রাতিষ্ঠানিক গুণগতমান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং পরিচালক পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল।
মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার সাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অফিস আদেশে জানানো হয়, ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।’