কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী ইমন আকন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মার্কেটিং ৪র্থ আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, মার্কেটিং বিভাগের ৪র্থ আবর্তনের শিক্ষার্থী ওয়ালিদ মাহমুদ, নৃবিজ্ঞান বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থী তামিম হাসান, রসায়ন বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থী আবির ইসফাক, গণিত বিভাগের ৯ম আবর্তনের শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৯ম আবর্তনের শিক্ষার্থী সোহান, গণিত বিভাগের ৯ম আবর্তনের শিক্ষার্থী ওমর সানি চৌধুরী , লোক প্রশাসন বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী দীপ্র চৌধুরী, পরিসংখ্যান বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী এস এম টিটু মাহমুদ, নৃবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী সাআদ ইবনে সাঈদ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী সজীব সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী ওয়াসিম খান।
নবনিযুক্ত সাধারণ সাধারণ সম্পাদক ইমন আকন্দ বলেন, “কৃতজ্ঞতা এবং আন্তরিকতা পোষণ করছি নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের প্রতি৷ সাবেক এবং বর্তমান সকল সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে প্রাণের সংগঠনকে একটি আদর্শ সংগঠন রূপে রিপ্রেজেন্ট করাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য বলে মনে করি।”