কোটবাড়ী বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর কাউন্সিলর অফিসের সামনে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়া একজনকে চাপা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘কৃষ্ণচূড়া’ নামক একটি নীল বাস। তবে খোঁজ নিয়ে জানা যায় এই ঘটনায় কোন মামলা হয়নি এখনো।
বুধবার (২১ আগস্ট) আনুমানিক ১০ টা ৪০ মিনিটে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস চালক মো. শফিককে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি বলরামপুরের বাসিন্দা জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা। তার বয়স ছিল আনুমানিক ৬০ বছর।
প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিলো। সেই সময় বিপরীত পাশ থেকে কোটবাড়ির দিকে যাচ্ছিল একটি অটো। অতিরিক্ত গতির কারণে অটো থেকে একজন মহিলা রাস্তায় পড়ে যায়। রাস্তায় থাকা মহিলার উপর দিয়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি চলে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেছি, তাদের সাথে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসতে চাচ্ছি। পাশাপাশি অভিযুক্ত বাস চালককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম বলেন, ‘নিহতের পরিবার থেকে কোন মামলা করা হয়নি বা অভিযোগ দেয়া হয়নি। লাশ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রকি/এমএ//