কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ভলিবল টুর্নামেন্ট ২.০। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা বিজয় দিবস উপলক্ষে দুইটি টুর্নামেন্ট আয়োজন করেছি। একটি মার্কেটিং প্রিমিয়ার লীগ ও আরেকটি মার্কেটিং ভলিবল টুর্নামেন্ট ২.০। ভলিবলে এর আগেও আমরা চ্যাম্পিয়ন ছিলাম। সেই ধারাবাহিকতায় যেহেতু সামনে বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্ট রয়েছে তাই আমরা ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সামনে যে টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ে হবে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ভালো প্লেয়ার খুঁজে বের করা এবং খেলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করা।’
উল্লেখ্য, পুরো মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের থেকে ৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ১৭ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। এই নিয়ে দ্বিতীয়বার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রকি//বিএন