কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য “মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিস” চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। এই উদ্যোগের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা সহজে ক্যাম্পাসে যাতায়াত সহায়তা পাবেন বলে জানান ছাত্রদলের সংশ্লিষ্টরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বলেন , ‘ছাত্রশিবির যেহেতু শহর থেকে পরীক্ষার্থীদের সেবা দিচ্ছে আমরা কোটবাড়ি বিশ্বরোডকে ফোকাস করে আমাদের বাইক সেবা দিচ্ছি। ঢাকা – চট্টগ্রাম থেকে আসা পরীক্ষার্থীদরা বেশিরভাগ বিশ্বরোড নামে তাই আমরা ওখান থেকে কার্যক্রম চালাব। শহরেও যদি কেউ বিপদে পড়ে বা আসতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরও সেবা দিব। আমাদের এই সেবাটি আগামী পরীক্ষার সময়ও চলমান থাকবে’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রাতে পরীক্ষার্থীরা যদি গাড়ি না পায় আমারা তাদের সেবা দেওয়ার সুবাদে আমাদের এই সার্ভিস চালু করা। কেউ কোনো বিপদে পড়ে আমাদের ফোন দেয় আমরা নিয়ে আসব এবং আমরা পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থাও করেছি। পরীক্ষার্থীদের যে জায়গায় যেতে চায় আমরা তাদের পোঁছে দিব।’
তিনি আরো বলেন, তাদের এই সেবা কোটবাড়ি থেকে ভার্সিটি পর্যন্ত পরীক্ষার্থীদের গন্তব্যে পোঁছে দিবে। তাদের সেবা আজ রাত থেকে আগামীকাল পরীক্ষার শুরু পর্যন্ত চলমান থাকবে এবং পরবর্তী পরীক্ষা ২৫ তারিখও এই সেবা চালু থাকবে ‘