নিউজ ডেস্ক
কুমিরের পেট থেকে টেনে বের করা হচ্ছে জীবন্ত মানুষ। সম্প্রতি এমন এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা বেশ অবাক করেছে নেটিজেনদের। সবারই একই কৌতূহল— কুমিরের পেট থেকে বের হচ্ছে জীবন্ত মানুষ, এ আবার কীভাবে সম্ভব!
ভিডিওতে দেখা যায়, মাঠে ঘাসের ওপর পেট মোটা কুমিরটি শুয়ে আছে। এর লেজ ধরে রেখেছেন এক ব্যক্তি। এরই মধ্যে কুমিরটি হাঁ করে। তখন কুমিরের মুখের ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়ান। সেই হাত ধরে অন্য এক ব্যক্তি তাঁকে কুমিরের পেট থেকে বের করে আনছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তারা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।
রোবট কুমির নামের ওই ভিডিওতে এরই মধ্যে প্রায় সাত লাখ লাইক পড়েছে। রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকরা।