জবি প্রতিনিধি
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সারাহের মৃত্যুতে দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পূর্ব নির্ধারিত মহান বিজয় দিবস উদযাপন স্থগিত করা হয়েছে। আজকের (১৮ ডিসেম্বর) অনুষ্ঠান আগামীকাল হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৮ ডিসেম্বর (সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন করার কথা ছিল। তবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সারাহ এর মৃত্যুতে শোক পালন করায় তা স্থগিত করে তারিখ পরিবর্তন করা হয়েছে। বিজয় দিবস উদযাপন হবে আগামীকাল।
প্রথমেই বেলা ১২টায় জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হবে। এরপর আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।
এরপরে নাটক মঞ্চায়ন,সংগীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা, আবৃত্তি সংসদের পরিবেশনা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জবি সংসদের পরিবেশনা এবং সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী এবং কলা অনুষদের ডীন অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
মো. জুনায়েদ শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়