কোটা সংস্কার আন্দোলনের দাবিতে রাজপথে নেমেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে কোটা আন্দোলন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যে যার অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত শেয়ার করছেন।
টেলিভিশন তারকা থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর অনেক জনকেই দেখা গেছে তাদের বিভিন্ন মতামত তুলে ধরতে। সেই সাথে বাদ যাননি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরও। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
সালমান মুক্তাদির তার ফেসবুকে লিখেছেন, “কোনো ছাত্র যদি আক্রান্ত হয়ে থাকেন বা হলে ঢুকতে না পারেন, আমি আপনাদের পাশে থাকব। তবে, হাজারো মেসেজ বা পোস্টের ভিড়ে আপনাদের খুঁজে পাওয়া আমার পক্ষে কঠিন হবে। তাই আমার ফ্রেন্ডলিস্টে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা দেখে আমাকে নক করুন।”
সেই সাথে তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি সর্বোচ্চ এটাই করতে পারি। আপনার যদি থাকার জন্য একটি জায়গা প্রয়োজন হয় অথবা আপনার চিকিৎসা সেবা প্রয়োজন হয়, আমি আছি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি এতটুকু যথেষ্ট না হয়। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জাবোধ করছি।”