কোটা সংস্কার আন্দোলনের আড়ালে জঙ্গিদের গণভবন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কীভাবে পরিকল্পনা করে জঙ্গিরা হামলা করেছে, তা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সব বিষয় মূল্যায়ন করছি।
তিনি আরও বলেন, জঙ্গিরা টেলিভিশন ভবনে কেন আক্রমণ করতে গেল? মেট্রোরেলের সঙ্গে কি সম্পর্ক কোটার? তবুও তারা তা পুড়িয়েছে। তারা থানায় আক্রমণ করেছে।
এ সময়, তাদের পরিকল্পনা নিয়ে আরাফাত বলেন, বিমানবন্দর আক্রমণের পরিকল্পনা ছিল তাদের। এ গোষ্ঠীটির শক্তি কতটুকু ছিল বা আছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে দেশের সার্বিকভাবে গুরুত্বপূর্ণ কিছু সমসাময়িক বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ ছাড়া, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত হন।