কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
রবিবার (২৮ জুলাই) সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনাদের কষ্ট বুঝি। আমাকেও প্রতিনিয়ত বাবা-মা-ভাই হারানোর বেদনা সঙ্গে করে নিয়ে চলতে হয়। স্বজনহারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, আমি আমার পরিবারের মানুষদের মরদেহটাও দেখতে পারিনি দেশে আসতে না পারায়। পরে ছয় বছর পর দেশে ফিরে সারা দেশ ঘুরেছি। কারণ আমার বাবা বলতো, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে। আমি সেই কাজেই নিজেকে আত্মনিয়োগ করার প্রচেষ্টা চালাচ্ছি।
এর আগে শনিবার (২৭ জুলাই) ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল) পরির্শন করে সহিংসতায় আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শুক্রবার যান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও। সে সময় কয়েকটি ওয়ার্ড ঘুরে কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশও দেন সরকারপ্রধান।