কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সমন্বয়ক মাহিন সরকার। মঙ্গলবার সকলে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৯ জুলাই) রাতে এক বিবৃতিতে নতুন এই কর্মসূচির ঘোষণা করেন তিনি।
দেশব্যাপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সমন্বয়ক মাহিন বলেন, একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিসমূহের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানিয়ে, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আগামীকালের কর্মসূচি সফল করতে সহযোগিতা চেয়েছেন এই সমন্বয়ক।