সরকারি চাকরিতে কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে প্রায় দেড় ঘন্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘কোটা প্রথা কোটা প্রথা-মানি না মানব না’, ‘কোটা প্রথা বাতিল কর-করতে হবে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ সহ কোটা পুনর্বহালের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সারা বাংলায় খবর দে কোটা প্রথা কবর দে সহ নানা স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন,এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোনো বৈষম্য থাকতে পারে না।বীর মুক্তিযোদ্ধারা বহু কষ্ট করে এদেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করেছেন,মুক্ত করেছেন দীর্ঘদিনের লালিত বৈষম্য থেকে।যদি কোটা বৈষম্য থেকেই যায় তাহলে তাদের স্বপ্নকে ভূলন্ঠিত করা হবে।আর এদেশের ছাত্র সমাজ তা কখনোই হতে দিবেনা।তাই সোনার বাংলা বিনির্মানে কোটা প্রথার কবর দিয়ে এদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।আশা রাখছি হাইকোর্ট কোটার সুষ্ঠু সংস্কার করবেন।নইলে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।