দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরাও কোটা সংস্কারের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার (১০ জুলাই) বেলা ১১:৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হোন আন্দোলনকারী শিক্ষার্থীরা।সমবেত হওয়ার পর থেকে তারা বিভিন্ন শ্লোগান এবং বক্তব্য প্রদানের মাধ্যমে কোটা সংস্কারের দাবি জানান।
এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আন্দোলন সমাবেশটি এক নং ফটক এবং দুই নং ফটক এলাকা দিয়ে প্রদক্ষিণ করেন।আন্দোলন প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন বটতলায় মহাসড়ক আটকে অবস্থান নেন এবং কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান এবং বক্তব্য প্রদান করেন।১৫-২০ মিনিটের রাস্তা অবরোধের ফলে জানজটের সৃষ্টি হয়। যাত্রীরা ভোগান্তিতে পড়েন।তবে ছিল না কোনো সহিংসতার ঘটনা।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সর্বোচ্চ ৫ ভাগ কোটা থাকতে পারে।এই কোটা প্রথা মেধাবীদের সাথে বৈষম্য সৃষ্টি করছে।এই সোনার বাংলাতে কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।