কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় মোট প্রাণহানির সংখ্যা নিয়ে অবশেষে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সহিংসতায় এ যাবৎ পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মোট ১৪৭ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ কিংবা পেশাজীবীদের সংখ্যা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। সেটি নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে। যদি আরও তথ্য পাওয়া যায় তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন শুরু হয় গত ১ জুলাই। ১৫ জুলাই বাংলা ব্লকেড কর্মসূচির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। পরের দিন থেকে এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে।