বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত হামিদুল আলম মিলনের স্ত্রী মোছা. শাহাজাদী আলম লিপি। বগুড়া-১ আসনে তফসিল ঘোষণার অনেক আগে থেকেই নির্বাচনের মাঠে রয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজেকে কোটি টাকার সম্পদের মালিক বলে উল্লেখ করেছেন এই পুলিশ কর্মকর্তার স্ত্রী। এবার হতে চান এমপি। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
হলফনামায় লিপির স্বামী অতিরিক্ত ডিআইজি মিলনের সম্পদের পরিমাণ এখন ৩ কোটি ৫৬ লাখ ২৪ হাজার ৭১৯ টাকা উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী স্ত্রী লিপির চেয়ে স্বামীর অলংকার বেশি। লিপির ১০ তোলা অলংকার থাকলেও স্বামী মিলনের রয়েছে ৫০ তোলা। তবে এটি কী ধরনের অলংকার সেটি উল্লেখ নেই হলফনামায়। এমনকি মূল্যও উল্লেখ করা হয়নি।
এইচএসসি পাস লিপি হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। নদী ভাঙনকবলিত সারিয়াকান্দির হাটশেরপুর এলাকার বাসিন্দা লিপির ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স মেধা এন্টারপ্রাইজ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় আয়ের উৎস হিসেবে লিপি কৃষি খাত থেকে বছরে ৫০ হাজার ২০০ টাকা,বাড়ি ভাড়া পান ৩ লাখ ৬০ হাজার টাকা,অন্যান্য খাতে আয় করেন ৫৭ হাজার ৯৬৬ টাকা। এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে লিপির নগদ টাকা রয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৯০৫ টাকা,ব্যাংকে রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৯০৫ টাকা,ইলেক্ট্রনিক সামগ্রী লিপির নামে রয়েছে ৩০ হাজার টাকার আর তার ২৫৯ দশমিক ৬৯ শতক জমি রয়েছে বলে উল্লেখ করেছেন।