বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় আল-আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর থানায় আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন স্বর্ণা।
অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান ক্রিকেটার নুঝহাত তানিয়ার স্বামী। দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে স্বর্ণা অভিযোগ করেন, তাঁর আইফোন ১৩ প্রো (যার মূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা) ও মিনি আইফোন ১৩ মিনি (যার মূল্য প্রায় ৮১ হাজার টাকা) ও তাঁর সাড়ে তিন হাজার ডলার, অন্য দুই নারী ক্রিকেটারের সাড়ে ছয় হাজার টাকাসহ বিভিন্ন জিনিস চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা।
এ বিষয়ে র্যাব-১৩-এর পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, আল-আমিন ধূর্ত প্রকৃতির লোক। তিনি একজন প্রতারক। চুরি করে দিনাজপুরে পালিয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আমরা তাকে গ্রেফতার করি।