বলিউডে পাওয়ার কাপল হিসেবে পরিচিত আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তাদের জীবনে আসে দ্বিতীয় সন্তান। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় যে দুই সন্তানের মা আনুষ্কা শর্মাকে হয়তো আর রুপালি পর্দায় দেখা যাবে না।
যদিও আনুষ্কা শর্মা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি দুই সন্তান নিয়ে খুশি মনে সংসার সামলাচ্ছেন। এদিকে, নতুন আরেকটি গুঞ্জন শুরু হয়েছে—বিরাট কোহলি কি ক্রিকেট থেকে অবসরের পর অভিনয়ের জগতে পা রাখবেন?
ক্রিকেট তারকা হিসেবে বিরাট কোহলি অসংখ্য মানুষের হৃদয় জয় করেছেন। খেলার মাঠের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন এবং মাঝে মাঝে তার নাচের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে সরাসরি অভিনয়ে তাকে কখনও দেখা যায়নি।
সম্প্রতি এক পডকাস্টে ‘কাস্টিং ডিরেক্টর’ মুকেশ ছাবরা এই প্রসঙ্গে কথা বলেন। বিরাটের অভিনয়ে পা রাখা উচিত কিনা, এমন প্রশ্নের উত্তরে মুকেশ বলেন, “বিরাট একজন ভালো অভিনেতা হতে পারেন, তবে তার অভিনয় থেকে দূরেই থাকা উচিত।”
মুকেশ আরও বলেন, “বিরাট এমনিতেই খুব ভালো অভিনেতা। তিনি দিল্লির ছেলে, পাঞ্জাবি, এবং জীবনকে সেইভাবে দেখেছেন। সাফল্য খুব সুন্দরভাবে সামলেছেন। প্রতিযোগিতা, বাহ্যিক চেহারা, শারীরিক গঠন, মানসিকতা—সব দিকেই তিনি নিজেকে ভালোভাবে তুলে ধরেছেন।”
বিরাটের ব্যক্তিগত জীবনেরও প্রশংসা করেন মুকেশ। তার মতে, “বিরাটের ‘ছোলে ভাটুরে’ খুব পছন্দ। তিনি অসাধারণ একজন মানুষ। একজন স্বামী এবং বাবা হিসেবেও তিনি খুব ভালো।” মুকেশ আরও যোগ করেন, “বিরাট খুবই রসিক প্রকৃতির মানুষ। তিনি ভালো নাচতে পারেন, মানুষকে নকল করতে পারেন, এবং হাসাতে পারেন। দেশকে গর্বিত করার জন্যও তিনি অনেক কিছু করেছেন। তবে তিনি যেখানেই আছেন, সেখানেই থাকা উচিত। চলচ্চিত্র জগতে তার না আসাই ভালো।”
২০১৮ সালে আনুষ্কা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল, যা পরে প্রেমে ও বিয়েতে পরিণত হয়। এরপর থেকেই এই জুটিকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়, আর অনেকেই বাস্তব জীবনের মতো তাদের একসঙ্গে সিনেমায়ও দেখতে চান।
এমএ//