২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহালসহ তিন দফা দাবিতে এবার ক্লাস পরীক্ষা বর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আগামী রবিবার থেকে এই কর্মসূচি পালন করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান ৯ বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা।
শনিবার (৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নামক একটি ফেসবুক গ্রুপ ঘেঁটে এসব তথ্য জানা যায়।
রবিবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করা ৯ টি বিভাগ হলো- আইন, বাংলা, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রত্নতত্ত্ব, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান, গণিত বিভাগ। এছাড়াও আরো কয়েকটি বিভাগ বর্জনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায় ফলে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
এ ব্যাপারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ক্লাস ও পরীক্ষা বর্জন এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আমরা মনে করি, শিক্ষার্থীদের এ সংগ্রাম দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন এবং সমতা ও ন্যায়ের দাবিকে তুলে ধরেছে।আমরা শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শিক্ষার পরিবেশে কোন প্রকার বৈষম্য গ্রহণযোগ্য নয়, এবং সকল শিক্ষার্থীকে সমান সুযোগ ও অধিকার প্রদান করতে হবে। শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের মূল্যবান সময়কে ত্যাগ করে এই আন্দোলনে অংশ নিচ্ছে। আমরা আশা করি, কর্তৃপক্ষ ও সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুততার সাথে সমাধান দেবে, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারে। সকলের জন্য সমান শিক্ষা ও ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়