আফগানিস্তানে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে খরচ বাঁচাতে গণবিয়ের আয়োজন করা হয়েছে। গত সোমবার রাজধানী কাবুলে এক অনুষ্ঠানে বিয়ে পড়ানো হয়েছে এরকশ আফগান তরুণ-তরুণীর। উপস্থিত ছিলেন শত শত অতিথি।
এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির সালেব ফাউন্ডেশন নামের একটি সংস্থা। তবে অনুষ্ঠানে আগের মতো ততটা জাঁকজমক ছিল না। ছিল না গান-বাজনাও। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এগুলো নিষিদ্ধ রয়েছে।
প্রত্যেক নতুন দম্পতিকে অনুদান হিসেবে ১ লাখ ৭৫ হাজার টাকার বেশি দিয়েছে সালেব ফাউন্ডেশন। শুধু তাই নয়, সংসার জীবন শুরুর জন্য তাদের একটি কেক, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, মাদুর ও কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি।
গণবিয়ের আয়োজনের অংশ হতে আবেদন করেছিল ৬০০ জুটি। তার মধ্যে ৫০ জোড়া বর-কনেকে বাছাই করা হয়। এই দিনটির জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।