খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলেন খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খান।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদকাল দুই বছর।
পাশাপাশি, ‘সরকারি চাকরি আইন ২০১৮’-এর ৪৯ ধারা মোতাবেক ইলাহী দাদ খানকে অন্য সকল পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করে দায়িত্বে যোগদানের কথাও প্রজ্ঞাপনে বলা হয়। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগের মেয়াদ বলবৎ হবে।
ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
আরএস